লোহাগাড়ার অধিকাংশ খাসজমি ভুমি খেকোদের দখলে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের অধিকাংশ সরকারি জমি ভুমি খেকোদের গর্ভে চলে গেছে। এই বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুল ইসলামের নেতৃত্ব একটি টিম পরিদর্শনে যায় ৩নং পদুয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডে ফরিয়াদের কুল এই সময় স্থানিয়দের অভিযোগে জানাযায় ফরিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে সরকারি খাসজমি স্থানীয় ভূমি খেকোদের দখলে এই বিষয়ে আরও জানাযায় হাঙ্গর খালের পাড় ঘেষে গড়ে উঠেছে পাকা তিনটি দোকান এই অবৈধ দোকানের মালিক পবাসি নুরুল আমিন। এই বিষয়ে স্হানীয় জনগন মৌখিক ভাবে সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ শাহাজানকে অভিযোগ করলে তিনি আসস্ত করেন সরকারি খাসজমি কি না খতিয়ান ভুক্ত জমি খতিয়ে দেখা হবে এবং তিনি স্হানীয় ভুমি পদুয়া উপ -সহকারী কর্মকর্তা সেখ মোহাম্মদ শরফুদ্দিন খান সাদিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন, তার কথামত তিনি ঘটনা স্হলে গিয়ে কাগজ পত্র দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রধান করেন। এ-ই বিষয়ে আরও জানাযায় এই ভুমিদ্যসুরা ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে সরকারি খাসজমিতে অবৈধ স্হাপনা তৈরি করে, এই বিষয়েই স্থানীয় জনপ্রতিনিধিরা মুখ খুলতে রাজি নন।