লোহাগাড়া কে মাদক মুক্ত করতে প্রতিদিন চলছে বিশেষ অভিযান
কামরুল ইসলাম চট্টগ্রাম
লোহাগাড়া থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে প্রতিদিন লোহাগাড়া থানার সুদক্ষ চৌকস ও সাহসী পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের নির্দেশ ক্রমে ও নিজ অভিযানে প্রতিদিন আটক হচ্ছে মাদক সহ মাদক কারবারি। এই অভিযানের অংশ বিশেষ হিসেবে ২২/১১/২০২২ইং রোজ মঙ্গলবার , ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) মূলে লোহাগাড়া থানায় কর্মরত এসআই/মো: নুরুন নবী সঙ্গীয় অফিসার ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়রে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে ২২/১১/২০২২খ্রি: তারিখ ০০.৪৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে ২৫০০(দুই হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোহাম্মদ রফিক(২৪), পিতা-মোহাম্মদ আলী, মাতা-বুলবুল আক্তার ,স্থায়ী: গ্রাম- ঝিলংজা(অংশ) (দক্ষিন মহুরী পাড়া, ০৪নং ওয়ার্ড, বিসিক ঝিলংজা ইউপি), থানা- কক্সবাজার সদর, জেলা -কক্সবাজার, বাংলাদেশকে গ্রেফতার করেন যার মামলা নং-৩৬,। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।