লোহাগাড়া থানায় ৫০০০(পাঁচ হাজার)পিস ইয়াবা সহ দুই মহিলা আটক
কামরুল ইসলাম
লোহাগাড়া থানাকে মাদক ও সন্ত্রাসী মুক্ত মডেল থানা হিসাবে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন লোহাগাড়া থানার সুদক্ষ চৌকস পুলিশ অফিসার ইনচার্জ আতিকুর রহমান এবং সুদক্ষ চৌকস পুলিশ অফিসার বৃদ্ধ।
তাং-৩০/১২/২০২২ তারিখ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) মূলে লোহাগাড়া থানায় কর্মরত এসআই/মাহফুজুর অফিসার ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে ৩০/১২/২০২২খ্রি: তারিখ ২৩:৪৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে ৫০০০(পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। সামিরা আক্তার(২৮), স্বামী-আল আমিন, পিতা-জলিল মাতা-মোহছেনা বেগম, সাং-ক্যাম্প নং-১৭, ব্লক-E, সিউলো ঘিরা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ২। সমশিদা বেগম(২৪), স্বামী-আব্দুল মোনাফ, পিতা-মৃত মোখলেছুর রহমান, মাতা-মৃত গেলাপ জান, সাং-ক্যাম্প নং-১৭, ব্লক-E, সিউলো ঘিরা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে যার মামলা নং-৩৯।