শতাধিক ভিক্ষুক ও প্রতিবন্ধীদের মাঝে আজকের তারুণ্যের শীতবস্ত্র বিতরণ
শেরপুর প্রতিনিধি : হাবিল উদ্দিন।।
স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের উদ্যোগে শেরপুরে শতাধিক ভিক্ষুক ও প্রতিবন্ধীদের মাঝে উষ্ণ ভালোবাসা শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, আজকের তারুণ্যের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম রতন, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপ্ত মোদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিহান হাসনাত রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক প্রলয় মোদক, মোঃ জনি মিষ্টার প্রমুখ।
কম্বল পেয়ে খুশি হালিমা খাতুন। তিনি বলেন, আমাগো আজ কম্বল দিছে। তারা আমাদের কষ্ট বুজতে পেরে আমাগো পাশে দাড়াইছে। আমাগো খুব উপকার হইলো।
কম্বল পাওয়া মেরুনা বলেন, আমার স্বামী নাই। সন্তানও খোঁজ নেয় না। শীতে খুব কষ্ট কইরা রাত পার করতাছিলাম। রাতে আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হইছে, এতে আমরা খুব খুশি।
আজকের তারুণ্যের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম রতন বলেন, অসহায় মানুষের কষ্ট দেখে আমাদের খারাপ লাগে। তাই আজ আমরা শতাধিক ভিক্ষুক ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হল।