শত বছরের পুরনো মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
এএস নুসরাত জাহান খুশি,
রংপুর প্রতিনিধি ।
১৭ই জানুয়ারী, (মঙ্গলবার)
রংপুর জেলার সদর উপজেলাধীন উত্তর খলেয়া সরদার পাড়া পুরাতন বড় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে, ১২শতাংশ জমিতে ৩য় তলা বিশিষ্ট এই শত বছরের পুরনো মসজিদ, মসজিদটি প্রতিষ্ঠিত হয় ১৮৪২সালে, এই মসজিদটি নিয়ে প্রায় ১৮বছর মামলা মোকদ্দমা চললেও পরবর্তীতে মসজিদের জায়গা টা ওয়াকফ্ করে রায় প্রদান করে বিজ্ঞ আদালত ইহা মুসলমানদের ধর্মীয় কাজের জন্য।
মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, রংপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, রাহগির আল মাহি সাদ এরশাদ ও তাহার সহধর্মিণী মাহিমা এরশাদ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরজাদা আলহাজ্ব, রুহুল মাহমুদ ওজায়ের (পীর সাহেব)
অনুষ্ঠানে প্রধান অতিথি, তাহার বক্তব্যে ফুটে ওঠে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন সহ মসজিদের কার্যক্রমের দায়িত্ব গ্রহণের দিক গুলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সদর উপজেলা ভাইসচেয়ারম্যান, মোছাঃ কাজুলী বেগম ও উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোত্তালেবুল হক, আরও উপস্থিত ছিলেন মাহফুজার রহমান লাভলু, টিটু ভাই, শামসুল ভাই সহ আরও অন্যান্য স্হানীয় নেতাকর্মী বৃন্দ,