শেখ হাসিনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের সাথে যুক্তরাষ্ট্র জড়িত বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। প্যাটেল বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা অনেক অপপ্রচার দেখছি। তিনি আরো বলেন, ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তাদের অংশীদারদের সাথে তথ্যের শুদ্ধতা নিশ্চিতে তারা সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, এটি বাংলাদেশের জনগণের নিজস্ব সিদ্ধান্ত এবং তারাই এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রেস সেক্রেটারি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণেরই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থানও সেটিই।’তিনি আরো বলেন, এ ধরনের যেকোনো অভিযোগ এলে নিশ্চিতভাবে আমরা বলব এটি একেবারেই সত্য নয়; যেমন আমি এখনো বলছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।