ঢাকাMonday , 30 January 2023
  1. ! Без рубрики
  2. $255 payday loans
  3. 1 hour payday loans
  4. 1000.00 payday loans
  5. 12 months installment loans
  6. 1500 payday loan
  7. 1st payday loan
  8. 1st payday loans
  9. 200$ payday loans
  10. 24 hr payday loans
  11. 30 day pay day loans
  12. 321Chat review
  13. 321Chat visitors
  14. 420 Dating in de VS
  15. 420 Dating visitors
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে গণহত্যার পরিবেশ থিয়েটারের ‘একাত্তরের বীরকন্যা’ নাটক মঞ্চায়ন

Link Copied!

শেরপুরে গণহত্যার পরিবেশ থিয়েটারের ‘একাত্তরের বীরকন্যা’ নাটক মঞ্চায়ন

প্রতিনিধিঃ এমডি হাবিল উদ্দিন।।

১৯৭১ সালে দেশের বিভিন্নস্থানে পাক হানাদার বাহিনীর জুলুম আর নৃশংস হত্যার স্মৃতি তুলে ধরে জেলায় জেলায় গণহত্যার পরিবেশ থিয়েটারের অংশ হিসেবে শেরপুরে মঞ্চস্থ হলো ‘একাত্তরের বীরকন্যা’। ২৯ জানুয়ারি রবিবার রাতে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই নাটকটি মঞ্চস্থ হয়।
নাটক শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে ওইসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে, জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে গণহত্যার পরিবেশ থিয়েটার। তারই ধারাবাহিকতায় শেরপুরের সোহাগপুর গণহত্যা, সূর্যদী গণহত্যা, কাটাখালি যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি করা হয় একাত্তরের বীরকন্যা নাটকটি। ‘একাত্তরের বীরকন্যা’ নাটকটির দৃশ্যের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর টর্চার সেল জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় অঙ্গন। আলোকসজ্জা, গল্প উপস্থাপনের কৌশল ও ভিন্নতায় পুরো স্থানটিই যেন নাটকের অংশ হয়ে ওঠে।
নাটকটি রচনা করেছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল্ জাবির। নির্দেশনায় ছিলেন এসএম জুবায়ের। নাটকটিতে অভিনয় করেছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীগণসহ শেরপুরের তিনশত শিক্ষার্থী ও অভিনয়শিল্পী। এছাড়া সহযোগিতায় ছিল শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়, যুব রেড ক্রিসেন্ট শেরপুর, রোভার স্কাউট শেরপুর সরকারি কলেজ, স্কাউট ঝিনাইগাতী উপজেলা, ক্লিন আপ শেরপুর, সরকারি ভিক্টোরিয়া একাডেমি বিএনসিসি, পুলিশ লাইন্স একাডেমি, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) শেরপুর জেলা, বিএনসিসি শেরপুর সরকারি কলেজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ, শেরপুর নাট্য সম্প্রদায়, জেলা শিল্পকলা একাডেমি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।