শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১
রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার
শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামে আজ বিকেলে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন মোঃ আঃ কাদের। আহত ব্যাক্তির ভাই আঃ সামাদ মানবাধিকার প্রতিদিন কে জানান- মজিদ তরফদারের নেতৃত্বে মহিবুল্লাহ, আজিজুল ও আব্দুর রহমান মিলে আঃ কাদেরকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় আঃ কাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তারা মাথায় কয়েকটি সেলাই করা হয়েছে। এই বিষয়ে শ্যামনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে রোগীর ভাই আঃ সামাদ নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।