শ্রীপুর ১নং মাওনা ইউনিয়নের শিমলাপাড়া বাজারে চুরি
গাজীপুরের, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিমলা পাড়া বাজার এর মেসার্স সাইজুল ষ্টোরের সামনে রাখা তিন ড্রামা সয়াবিন তৈল থেকে, এক ড্রাম সয়াবিন তৈল একটি চুরচক্র সংঘবদ্ধ হয়ে চুরি করে নিয়ে যাই।
দোকানের মালিক মোঃ সুলতান আহাম্মেদ খন্দকার সকাল আনুমানিক ৮ টার সময় দোকানে এসে দেখে যে,তার দোকানের সামনে রাখা তিনটি তৈলের ড্রাম থেকে একটি ড্রাম নাই।
এমন সময় বাজারে পাহারাদারের জিজ্ঞেসা করলে প্রথমে তারা বলেন যে, আমরা বাজারে থাকা অবস্থায় চুরি হয়ইনি এবং আমরা দুই জনে কাউকে দেখিনি।
দোকানের মালিক সিসিটিভির ফুটেজ চেকিং করে দেখে যে নাইট গার্ড বাজারে থাকা অবস্থায়ই সংঘবদ্ধ চুরচক্র,একটি তৈলের ড্রাম চুরি করে নিয়ে যাই। তখন নাইট গার্ড দোকানের ৭০ থেকে ৮০ হাত দূরে বসে আগুন তাপাচ্ছিল,কিন্তু তারা গাড়ি টা দেখে কোন, কিছু জিজ্ঞেসা করা দূরে থাক আগুন তাপানো রেখে গাড়ির কাছেই আসেনি নাইট গার্ড দুই জন।
নাইট গার্ড দুই জনের নাম হচ্ছে, মোঃ কাদির সরকার এবং অপর জনের নাম হচ্ছে মোঃ আফাজ উদ্দিন।
যে তৈলের ড্রামটি চুরি করে নিয়ে যাই তার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩২৫০০৳।