শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত
শেরপুর প্রতিনিধি : এমডি হাবিল উদ্দিন।
শেরপুরের শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি শোক রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে সভা কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এম এ মতিন, উপজেলা মৎস্য অফিসার সাইফুর রহমান, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সুজন রেজা, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও উপস্থিত বক্তব্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ও যুব ঋনের চেক বিতরন করা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া, সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়েছে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।