সকল অপকর্মের নিরেপেক্ষ তদন্ত প্রতিবেদন সরকারের কাছে পৌঁছে দেবো : পবিপ্রবি ভিসি
মোঃ সজিব সরদার, ক্রাইম রিপোর্টার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগ দিয়ে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সকল অপকর্মের নিরেপেক্ষ তদন্ত প্রতিবেদন আমরা সরকারের কাছে পৌঁছে দেব। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে তিনি আরও বলেন, সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়টিকে একটি পূর্ণাঙ্গ মানসম্মত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা হবে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ড. কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(ময়মনসিংহ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। এদিকে নতুন এই উপাচার্যের সঙ্গে বেলা সাড়ে ১১টায় মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ। প্রসঙ্গত, এর আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।