সখিপুরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কৃষক শ্রমিক জনতা লীগ দুই নেতা বহিষ্কার
(মোঃমেরাজ শিকদার সখিপুর উপজেলা প্রতিনিধি)
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা ও হতেয়া রাজাবাড়ি ইউপি নির্বাচনে অংশগ্রহন করায় কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল মিয়া এবং কৃষক শ্রমিক জনতা লীগ হতেয়া রাজাবাড়ির ইউনিয়ন শাখার সভাপতি হুমায়ুন খানকে বহিস্কার করা হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক স্বাক্ষরিত বহিষ্কারাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সখিপুর শাখার আহবায়ক আলহাজ আব্দুল সবুর খান। আগামী ১৭জুলাই সখিপুর উপজেলার কালিয়া,বড়চওনা,হাতীবান্ধা,হতেয়া রাজাবাড়ি ৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কালিয়া ইউনিয়নে দলীয় প্রার্থীর বাইরে আব্দুল হালিম সরকার লাল মিয়া স্বতন্ত্র(আনারস) প্রার্থী ও হতেয়া রাজাবাড়ি ইউনিয়নে হুমায়ুন খান স্বতন্ত্র(অটোরিক্সা) বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করছেন। এ বিষয়ে অবিভক্ত কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল মিয়া বলেন,যে দলের জন্য জেল খাটলাম,সব কিছু বিসর্জন দিলাম, সে দল থেকে আমাকে বহিস্কার করছে আমি এতে সন্তুষ্ট। আর কৃষক শ্রমিক জনতা লীগ থেকে কালিয়া ইউনিয়নে কোন প্রার্থী দেয় নাই তাতে চলে,বড়চওনা ইউনিয়নে এমন কি হলো আ.লীগ নেতা মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছে তাকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী দিতে হবে,সানোয়ার ১৪বছর দলে ছিল না,এখন সেই হর্তাকর্তা। বঙ্গবীরের দল উনি যেমনি খুশি তেমনি চালাক,যে জনগন মৃত্যুর পর আমাকে কবর দিবে সবসময় পাশে থাকে তাদের সাথেই আমি আছি।