সখিপুরে বাল্যবিবাহ থামছেইনা
মোঃ আঃ হামিদ মুকুল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
সখিপুর উপজেলার তক্তারচালা দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সোমা আক্তার(১২) রোল নং ৪৫ পিতা ফজল হক(০১৭৯৫৪৬৯৫০৯) মাতা কহিনুর সাং কাইতলা উপজেলা মির্জাপুর এর সাথে সখিপুর উপজেলার গবরাচালা(অবিভক্ত হাতীবান্ধা ইউপি সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন এর বাড়ির পশ্চিমপাশে) এলাকায় রাশেদুল(২০)জয়দুল এর বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহরোধে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন না করায় উপজেলার ১০টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে,পৌরসভার ৯টি ওয়ার্ডে অহরহ বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে।
পৌর কাউন্সিলর,ইউপি সদস্যদের ভোটের চিন্তা,অভিভাবকদের অসচেতনতা,বাল্যবিবাহের কুফল সম্পর্কে পর্যাপ্ত সভা-সেমিনার না হওয়ায় বাল্যবিবাহরোধ করা সম্ভব হচ্ছে না। বাল্যবিবাহের বিষয়ে তক্তারচালার নুরু মিয়া বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)এর নিকট সোমবার(০২সেপ্টেম্বর) লিখিত অভিযোগ দাখিল করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান।