ঢাকাTuesday , 31 January 2023
  1. ! Без рубрики
  2. $255 payday loans
  3. 1 hour payday loans
  4. 1000.00 payday loans
  5. 12 months installment loans
  6. 1500 payday loan
  7. 1st payday loan
  8. 1st payday loans
  9. 24 hr payday loans
  10. 30 day pay day loans
  11. 420 Dating in de VS
  12. 420 Dating visitors
  13. 420-dating-de visitors
  14. 500 payday loans online
  15. 60 minute payday loans

সখীপুরে আ’লীগের দুই পক্ষের পাল্টা-পাল্টি সমাবেশ,সতর্ক অবস্থানে পুলিশ

Link Copied!

সখীপুরে আ’লীগের দুই পক্ষের পাল্টা-পাল্টি সমাবেশ,সতর্ক অবস্থানে পুলিশ

মোঃআঃহামিদ (মুকুল), টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের জেলা কমিটির স্বাক্ষরিত সখীপুর উপজেলার পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করার পর থেকেই উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা রিরাজ করছে।গত শনিবার সন্ধায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়াও মিছিল সমাবেশ করেছে উপজেলা আ’লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতা- কর্মীরা।

সোমবার(৩০ জানুয়ারি)দূপুর ২টা হতে পূর্ব ঘোষণা অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতা-কর্মীরা ডাকবাংলোচত্তরে একত্রিত হতে থাকে।জেলা কমিটির এমন সমন্বয়হীন কমিটির প্রকাশিত তালিকা ব্যাপারে কেন্দ্রীয় নেতা নেতাদের হস্তক্ষেপ কামনা করলে, আগামী ৫ দিবসের মধ্যে সমাধান করা হবে বলে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের আশ্বস্ত করেন।পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ভাইস চেয়ারম্যান কাজী বাদল,উপজেলার বিভিন্ন স্তরের উল্লেখযোগ্য নেতা কর্মীদের উপস্হিতিতে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করা হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার সাংবাদিকদের মাঝে লিখিত অভিযোগ পেশ করে শুনান। এসময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়।তিনি বলেন কেন্দ্রীয় নেতাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আগামী নির্বাচনকে সামনে রেখে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে সখীপুরের রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার বলেন,কেন্দ্রীয় নেতাদের প্রতি সম্মান জানিয়ে মিছিল স্হগিত করা হয়েছে।
এদিকে একই সময়ে বর্তমান সাংসদ এডভোকেট জেয়াহেরুল ইসলামের অনুসারীরা পোরসভা চত্বরে একত্রিত হতে থাকে। কিনৃতু জেলা নেতাদের প্রতি সম্মান জানিয়ে পাল্টা-পাল্টি কোন সমাবেশ করেনি।

সখীপুর পোর সভার মেয়র আবু হানিফ আজাদ বলেন,জেহেতু জেলা কমিটির স্বাক্ষরিত আমি মনে করি অবশ্যই রাজনীতির নানা গুণ বিচার করে তালিকা করা হয়েছে।জেলা কমিটির প্রতি সম্মান রেখে একমিটি সমর্থন করি।
এবিষয়ে যাদবপুর ইউ/পি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার ফোনে বলেন, দীর্ঘদিন যাবৎ এই দলের রাজনীতির সাথে যারা জড়িত তাদের দিয়ে জেলা কমিটি সখীপুরের উপজেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।একমিটি নিয়ে যারা সখীপুরের রাজনীতিতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে,তাদের সুভবুদ্ধির উদয় হোক।

এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, দু’পক্ষের পাল্টা -পাল্টি সমাবেশ থাকাতে জনমনে যেন কোন ভীতির সৃষ্টি না হয় সেজন্য সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার কথা ভেবে সর্বদা সতর্ক অবস্হানে ছিল পুলিশ।তবে কোন পক্ষই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়