সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস মহড়া অনুষ্ঠিত
মোবারক হোসেন, সন্দ্বীপ
আগামী প্রজম্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে সন্দ্বীপে র্যালী, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখণ্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী।
এ উপলক্ষে ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও রিগ্যান চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্ল্যাহ, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন , সন্দ্বীপ পৌরসভার ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সহ সভাপতি মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।