- সময় টিভির রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের মৃত্যুতে এসইউএসবি’র শোক প্রকাশ
রংপুর ব্যুরো প্রধান
সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক রতন সরকার আর নেই (ইন্না লিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন)।
১৩জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী,শিশু সন্তানসহ অসংখ্য ভক্ত অনুরক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
উনারর মৃত্যুতে বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত, আধুনিক প্লাটফরম, জাতীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি) পক্ষ থেকে গভীর শোক জানানো হয়।এবং উনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং উনার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।সেইসাথে তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে যেন আল্লাহ ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করে সেজন্য দোয়া চাওয়া হয়েছে।