সমাজের সকল বিত্তশালীদের এতিম অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান ফোরকান উল্লাহ চৌধুরীর
কামরুল ইসলাম
ফোরকান উল্লাহ চৌধুরী বলেন আমাদের সমাজকে গরীব অসহায় মুক্ত করতে হলে সকল বিত্তশালীদের এগিয়ে আসতে হবে শুধু তাই নয় আমাদের সমাজে যেই সকল কোরআনের বাগান রয়েছে অর্থাৎ হেফজখানা ও এতিমখানা রয়েছে এই প্রতিষ্ঠান গুলো সঠিক ভাবে পরিচালনা করা সকল ইমানদার মুসলমানদের নৈতিক দ্বায়িত্ব বলে আমি মনে করি ।
শিক্ষা অনুরাগী দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আশরাফ আলী চৌধুরীর সুযোগ্য দৌহিত্র দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাষ্টার অলি উল্লাহ চৌধুরীর সুযোগ্য পুত্র বিশিষ্ট শিল্পপতি ও দানবীর শিক্ষা অনুরাগী দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইউনিটি স্টাইল এন্ড গার্মেন্টসের চেয়ারম্যান
ফোরকান উল্লাহ চৌধুরীর সভাপতিতে ১০ফব্রয়ারী রোজ জুম্মাবার মোহাম্মদীয়া(স.) তাজবিদুল কোরআন হাফেজীয়া মাদ্রাসা, এতিমখানা ও আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও দানবীর জনাব মাসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী
সমাজ সেবক ও দানবীর দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক জমির আহমদ কোম্পানি, ওয়ায়েজ করেন জনাব মাওলানা আবদুল মন্নান আল কাদেরী সাহেব, খতীব বায়তুশ শরফ জামে মসজিদ, লোহাগাড়া।জনাব মাওলানা আবদুশ শুক্কুর, খতিব বশরত আলী মুন্সি জামে মসজিদ, জনাব আলহাজ্ব মাওলানা
মোক্তার আহমদ সাহেব, মহাপরিচালক অত্র মাদ্রাসা।