সরকারি খাস জমির জামাত নেতা সংঘবদ্ধ ভূমি ধস্যুর দখলে
মো: রতন সরকার স্টাফ রিপোর্টার
দেশের বর্তমান সরকারের উন্নয়নের রোল মডেল খ্যাত নীলফামারী জেলার,
জলঢাকা উপজেলায় ১ নং, গুলমুনড ইউনিয়নের ৮ নং, ওয়ার্ডের পূর্ব হলদিবাড়ির কোটি কোটি টাকার মূল্যের
সরকারি খাজ জমি জমায়েত নেতা রেজাউল হক মাস্টার ও জামিয়া মেম্বার জগত দখল করে রেখেছেন।
এবং ভূমিধসুদের বারবার মত জুগিয়ে যাচ্ছেন তোমরা জমিতে কাউকে উঠতে দেবেন না আমরা দুই ভাই দেখব ওনারা উনাদেরকে নোটিশের মাধ্যমে বারবার ঢাকা হলে তারা বলে যে আমরা সরকারি খাস জমি খাই আমরা কারো জমি খাই না কিন্তু এখানে ৪০ ও ৬২ মূলে মালিকানা থাকতেও তারা কিভাবে বলে যে আমরা সরকারি খাদ্য আমি খাই তো আমরা চাচ্ছি এটা সঠিক তদন্ত করে জমিটা আসলে খাস না মালিকানাধীন সেটা বাইর করে যার জমি তার ফিরিয়ে দেওয়া হোক।
এবং অবিলম্বে মদদাতা উপদেষ্টা মোঃ জামাত নেতা রেজাউল হক মাস্টার ও সাবেক জামিয়ার মেম্বার তাদেরকে আইনের মাধ্যমে ডাকা হোক।