ঢাকাSunday , 5 November 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আনন্দ মিছিল
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. আর্থিক সহোযোগিতা
  12. আলোচনা সভা
  13. আহত
  14. ইফতার মাহফিল
  15. কৃষি বার্তা
আজকের সর্বশেষ সবখবর

সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল যশোর এর ধারাবাহিক সাফল্য অব্যাহত

Link Copied!

সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল যশোর এর ধারাবাহিক সাফল্য অব্যাহত

দিপু মন্ডল জেলা প্রতিনিধি যশোর

সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়েরী ভূক্ত ৪২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট (১৩) টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে।

ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া এবং প্রতারনার শিকার ০৭ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১,২১,৬২৫/-(এক লক্ষ একুশ হাজার ছয়শত পচিশ) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ০৩ ইমো আইডি রিকোভারি করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় নিখোঁজ ব্যাক্তিদের/ ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করিয়া ০৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মোবাইলের মাধ্যমে হুমকি প্রদান সংক্রান্ত ০৩টি অভিযোগ সমাধান হয়েছে। এছাড়াও মোবাইলে হুমকি দেওয়ার ০৩ জনের বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর র্কতৃক অক্টোবর /২৩ খ্রিঃ মাসের উদ্ধারঃ

০১। মোবাইল উদ্ধার ৪২ টি।
০২। ফেসবুক আইডি ১৩ টি ।
০৩। ইমো আইডি রিকোভারি ০৩ টি
০৪। ভিকটিম উদ্ধারে সহায়তা ০৫ জন।
০৫। হুমকি প্রদান সংক্রান্ত অভিযোগ সমাধান ০৩ টি
০৬। ননএফআইআর প্রসিকিউশন দাখিল ০৩ জনের বিরুদ্ধে
০৭। নগদ/বিকাশের টাকা উদ্ধার (০৭ জন) ১,২১,৬২৫/-(এক লক্ষ একুশ হাজার ছয়শত পচিশ) টাকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।