সাতকানিয়া উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন
কামরুল ইসলাম
২৫ এপ্রিল ২০২৩ ইং সাতকানিয়া উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতকানিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার, সাতকানিয়া বিআরডিবি চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ উর-নবী খোকন, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী, চরতি ইউনিয়নের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী, ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিমন সরওয়ার, ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম, এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদ, সাতকানিয়া পৌরসভা কাউন্সিলর মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আরফাত, আওয়ামী লীগ নেতা জাকের হোসেন, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিছ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।