ঢাকাWednesday , 22 February 2023
  1. ! Без рубрики
  2. $255 payday loans
  3. 1 hour payday loans
  4. 12 months installment loans
  5. 1500 payday loan
  6. 1st payday loan
  7. 1st payday loans
  8. 24 hr payday loans
  9. 30 day pay day loans
  10. 420 Dating in de VS
  11. 420 Dating visitors
  12. 420-dating-de visitors
  13. 500 payday loans online
  14. 90 day payday loans
  15. 90day payday loans

সাতকানিয়া উপজেলার সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন সহকারী কমিশনার ভূমি মোঃ আরফাত সিদ্দিকী

Link Copied!

সাতকানিয়া উপজেলার সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন সহকারী কমিশনার ভূমি মোঃ আরফাত সিদ্দিকী

কামরুল ইসলাম

সাতকানিয়া উপজেলার সকল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আরফাত সিদ্দিকী ,তিনি বলেন মোবাইল কোর্ট চলাকালীন সংঘটিত বা উদঘাটিত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রয়েছে। কাজেই ইভটিজিংয়ের ঘটনা ভবিষ্যতে উনার সম্মুখে ঘটলে উনি অবশ্যই কঠোর ব্যবস্থা নিবেন। তবে ইভটিজিং সহ অন্য কোনো অপরাধের প্রবণতাযুক্ত স্থান ও সময়ের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন উনাকে ।তিনি আরও বলেন দরকার হলে বিষয়টি সেভাবে নজরদারির মধ্যে রাখবেন। আরেকটি বিষয়, খাস জায়গা অবৈধ দখল, পাহাড় ও কৃষিজমির মাটি কাটা, পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণন, নির্ধারিত মূল্যের চেয়ে মূল্য বৃদ্ধি, মাদক সেবন, বহন ও বিপনন ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়েও তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন উনাকে । সকলের জন্য শুভকামনা করেছেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আরফাত সিদ্দিকী ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।