সাতকানিয়া উপজেলার সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন সহকারী কমিশনার ভূমি মোঃ আরফাত সিদ্দিকী
কামরুল ইসলাম
সাতকানিয়া উপজেলার সকল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আরফাত সিদ্দিকী ,তিনি বলেন মোবাইল কোর্ট চলাকালীন সংঘটিত বা উদঘাটিত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রয়েছে। কাজেই ইভটিজিংয়ের ঘটনা ভবিষ্যতে উনার সম্মুখে ঘটলে উনি অবশ্যই কঠোর ব্যবস্থা নিবেন। তবে ইভটিজিং সহ অন্য কোনো অপরাধের প্রবণতাযুক্ত স্থান ও সময়ের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন উনাকে ।তিনি আরও বলেন দরকার হলে বিষয়টি সেভাবে নজরদারির মধ্যে রাখবেন। আরেকটি বিষয়, খাস জায়গা অবৈধ দখল, পাহাড় ও কৃষিজমির মাটি কাটা, পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণন, নির্ধারিত মূল্যের চেয়ে মূল্য বৃদ্ধি, মাদক সেবন, বহন ও বিপনন ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়েও তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন উনাকে । সকলের জন্য শুভকামনা করেছেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আরফাত সিদ্দিকী ।