সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকের নেতৃত্বে মোবাইল_কোর্ট
কামরুল ইসলাম
৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ ও পরিবেশনের দায়ে মোঃ ইসমাইল (৩৪) নামের একজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫ হাজার টাকা এবং প্রতারণার উদ্দেশ্যে দেশি-বিদেশি ব্র্যান্ডের বস্তায়/মোড়কে চাল বাজারজাত করার দায়ে একই আইনে নুরুল ইসলাম (৭০) নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী।
সাতকানিয়া থানার পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ মোবাইল কোর্টে সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।