সাতকানিয়া ফসলি জমির মাটি কাটার কারণে ২জনের কারাদণ্ড
কামরুল ইসলাম
জুম্মাবার ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাতে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকা থেকে অবৈধভাবে কৃষি জমির মাটির (টপসয়েল) কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন মনছুর উদ্দিন (২৭) ও খোরশেদ আলম (৩৫)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।