মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা
সাতক্ষীরায় অপদ্রব্য পুশ করা ১ হাজার ১২২ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে টাস্কফোর্স। এছাড়া এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় ট্রাক থেকে এগুলো জব্দ করা হয়। এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে বিজিবির একটি দল সাতক্ষীরার ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক বাগদা ও সাদা মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, পুলিশ ও মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত পর্ষদ পরীক্ষা-নিরীক্ষা করে ১ হাজার ১২২ কেজি বাগদা চিংড়ি অপদ্রব্য পুশকৃত বলে শনাক্ত করেন।
অপদ্রব্য পুশকৃত মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় টাস্কফোর্স কর্মকর্তাদের নির্দেশক্রমে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস পুশকৃত মাছ বাজারজাতকরণের দায়ে সাতক্ষীরা সদর থানার থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে মো. আরিফ হোসেনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে অপদ্রব্য পুশ করা হয়নি এমন সাদা মাছগুলো টাস্কফোর্স পর্ষদ নিলামে বিক্রি করে। যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।