সি-ভিউ ডায়াগনস্টিক সেন্টারে সাইন্টিফিক সেমিনার
ষ্টাফ রিপোর্টার
চট্টগ্রাম ইপিজেড এলাকায় সি-ভিউ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যেগে পল্লী চিকিৎসকদের নিয়ে সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস. এম রেজাউল করিম। তিনি বলেন পল্লী চিকিৎসক হলো সমাজের মানুষের কাছের বন্ধু। যে কোন রোগের প্রথমিক ধারণা ও পল্লী চিকিৎসক আগে চিকিৎসা দিয়ে থাকে। আপনারা আছেন বলে আমরা অনেক কাজ সহজে করতে পারি।
পল্লী চিকিৎসকদের গুনগত মানের ঔষধ লেখার জন্য আহ্বান জানান এবং বিভিন্ন ঔষধ সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। আপনারা একটু সচেতন থাকলে সমাজের মানুষ গুলো আরও উপকৃত হবে। তিনি আরও বলেন আমি আপনাদের পাশে আছি ভবিষ্যতে থাকব যে কোন প্রয়োজনে আমাকে ফোন দিবেন। প্রধান অতিথির বিশেষ আলোচনা শেষে সকল পল্লী চিকিৎসক সি- ভিউ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব রুম, আলট্রাসাউন্ডগ্রাফি রুম ও এক্সরে রুম পরিদর্শন করে। সাইন্টিফিক সেমিনার পরিচালনায় ছিলেন
মোঃ এন.এ রুবেল
মার্কিটিং ম্যানেজার
সি- ভিউ ডায়াগনস্টিক সেন্টার।