সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় ২ যুবক নিহত
কামরুল ইসলাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপা পড়ে দুই পথচারি যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফকিরহাট ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পৌরসদরের ৬নং ওয়ার্ড দক্ষিণ মহাদেবপুর গ্রামের মো. শাহআলমের ছেলে মো. রবিউল হোসেন (৩৩) ও উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট গ্রামের মো. জলিলের ছেলে মো. আব্দুল মজিদ (৪৫)। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফকিরহাট ঢালিপাড়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রাম মুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান (ঢাকামেট্টো ন ১৩-৬৪৪২) পথচারি রবিউল ও আব্দুল মজিদকে চাপা দিলে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।
এসময় স্থানীয়রা মজিদকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাবার পথে তিনিও মারা যান। খবর পেয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে দুই পথচারিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন এবং চমেকে নিয়ে যাবার পথে আরেক জনের মৃত্যু হয়। নিহতদের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ পাবার জন্য আবেদন করায় আমরা পরিবারের হাতে লাশ তুলে দিয়েছি।