সীতাকুণ্ডে কাভার্ডভ্যান-মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মোঃ সালেক উদ্দিন।
প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা।
প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২৩, আনুমানিক সময়ঃ সন্ধ্যা ০৯:৫০ ঘটিকা
স্থানঃ ফৌজদারহাট-বায়েজিদ সড়কের বেঙ্গল ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ সড়কের বেঙ্গল ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনির চৌধুরী (৫০) কুমিল্লার চান্দুলার ব্রাক্ষনপাড়া এলাকার মৃত আব্দুল খালেক চৌধুরীর ছেলে এবং জিয়াউর রহমান (৪০) বগুড়ার শাহজাহানপুরের গুইর শাহরুল এলাকার দিলবর পাইকারির ছেলে। আহত সিএনজিচালক সীতাকুণ্ড থানার মধ্যম সলিমপুর আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ফৌজদারহাট-বায়েজিদ সড়কের বেঙ্গল ব্রিক ফিল্ডের সামনে বায়েজিদ থানা এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়।