সীতাকুণ্ড হাইওয়ে রোডে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী,যানচলাচল স্বাভাবিক
মোঃ সালেক উদ্দিন।
প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা।
প্রকাশনাঃ ০৫ নভেম্বর ২০২৩ইং।
স্থানঃ সীতাকুণ্ড উপজেলা।
সীতাকুণ্ড হাইওয়ে রোডে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী,যানচলাচল স্বাভাবিক।
আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুর ২ ঘটিকার সময় পুলিশ-বিজিবি-র্যাব বাহিনী সহ কঠোর নজরদারীর দেখা গিয়েছে। হরতাল, অবরোধ, নাশকতা, অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের সৃষ্টি ও সীতাকুণ্ড জনসাধারণের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সীতাকুণ্ড উপজেলার ভাবমূর্তি গড়ে তুলতে জনস্বার্থে সীতাকুণ্ড প্রশাসন কাজ করছেন। কিছুক্ষণ পরে পরে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডে পুলিশের গাড়ি, বিজিবির গাড়ি, র্যাব বাহিনীর গাড়ি, সহ টহল দিতে দেখা যায়।
এতে ঢাকা-চট্টগ্রাম উভয়দিকে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, কভার ভ্যান, সিএনজি, রিকশা সহ চলাচল করছে।