স্টাফ রিপোর্টার :হাবিবুর
সুন্দরবন থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি অফিসের সদস্যরা সোমবার রাত আনুমানিক ১ টার দিকে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের হাজির ভারানি নামক স্থান থেকে এই মাংস উদ্ধার করা হয় এসময় বন কর্মকর্তারা শিকারীদের ব্যহারকৃত নৌকা,,হরিণের মাংস,,চামড়া সহ আনুসঙ্গিক জিনিসপত্র জব্দ করে।তবে হরিণের মাংস ফেলে পালিয়ে যায় শিকারীরা।বনবিভাগ সুত্র জানায় একদল চোরা শিকারী গহিন সুন্দরবনে হরিণ শিকার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সহকারি রেন্জ কর্মকর্তা নুর আলমের নেতৃত্বে বুড়িগোয়ালিনি অফিসের সদস্যরা সোমবার রাত আনুমানিক ১ টার দিকে অভিযান চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক কে এম ইকবল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।বন সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যাওয়ায় কোনো শিকারীকে আটক করা সম্ভব হয়নি।এই ঘটনার সাথে জড়িতদের চিন্হিত করে আটক করার চেস্টা অব্যহত আছে।তিনি আরো জানান এই মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।