সূর্য তরুণ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃআঃহামিদ (মুকুল), টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে সূর্য তরুণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল এন্ড কলেজ এর জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সবশেষে ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়েছে।২দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি জনাব তাহেরুল ইসলামে ইয়ারুম এর সভাপতিত্বে- উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিউল ইসলাম কাজী বাদল।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃআহাম্মদ আলী নিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিদ ইকবাল জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, সখীপুর পৌরসভা, সখীপুর, টাঙ্গাইল,জনাব নাজমুল হুসাইন পলাশ, সহকারী প্রকৌশলী (আইটি)গাজীপুর পল্লী বিদ্যুৎ-২,রাজেন্দ্র পুর,গাজীপুর। জনাব মোঃরাজিব সিকদার, স্বত্বাধিকারী, মেসার্স আল রাজিব বস্ত্রালয়,কচুয়া বাজার, সখীপুর,টাঙ্গাইল, জনাব অপু আহাম্মেদ,স্বত্বাধিকারীরা অপু আহাম্মেদ ফিশারীজ এন্ড পোল্ট্রিফিড,বাটাজোড় বাজার,সখীপুর রোড,ভালুকা, ময়মনসিংহ।আরও উপস্হিত ছিলেন জনাব বাবুল তালুকদার, সদস্য গভর্নিং বডি, শিক্ষানুরাগী সদস্য রফিক-ই বাদল,মজনু তালুকদার,অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আবু নাসের ফারুক,শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ,প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাংবাদিক ও প্রিন্টমিডিয়া।