হতদরিদ্র তারিকুলের পাশে কেউ নাই
ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ রফিক সাতক্ষীরা
আশাশুনি উপজেলার ০৩ নাম্বার কুল্যা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র আগ ব্যবসায়ী তারিকুল এখন জীবন যাপন কাটাচ্ছে টানা বর্ষার মৌসুমে তার ঘরবাড়ি ভেঙেচুরে মাটিতে পড়ে যায় কিন্তু এলাকার জনপ্রতিনিধ সুধী সমাজ তার পাশে কেউ দাঁড়াতে পারি নাই তার দুটি বাচ্চা স্কুলে লেখাপড়া করে অর্থের অভাবে বর্তমানে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে খেতে পারছে না দুই বেলা দুই মুঠো ভাত ঘুরছে মানুষের দ্বারে হতদরিদ্র তারিকুল এলাকার চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনি দ্বারে দ্বার ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাকে সাহায্যের হাত বাড়ানোর মত কেউ তার পাশে নাই তাই সে আশাশুনি উপজেলার ইউএনও স্যার ও আশাশুনি সকল প্রশাসন সমাজের বিদ্যমানদের কাছে সাহায্যের প্রার্থনা করছে তারিকুলের বসতবাড়ির চারিপাশে পানিবন্দী হয়ে আছে ব্রণের কোন উপায় খুঁজে পাচ্ছে না এজন্য উপজেলা প্রশাসন ও সমাজের বিদ্যমানদের তার পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী অনুরোধ করছে।