হত্যা মামলার আসামীর সাথে বনানী থানার ওসির শুভেচ্ছা বিনিময়ের ছবি ভাইরাল
হাবিব সরকার, বনানী সংবাদদাতা:
রাজধানীর বনানী থানার ওসি কাজী সাহান হক এর বিরুদ্ধে হত্যা মামলার আসামীর থেকে ফুলেল শুভেচ্ছা নেয়ার অভিযোগ উঠেছে। ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তানজিল হোসেন রাকিব হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামী শফিকুল ইসলাম সজীবের দেয়া সেই ফুলেল শুভেচ্ছা গ্রহনের ছবি রীতিমতো ভাইরাল হয়।
জানা যায়, বুধবার (১২ জুন) বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হকের জন্মদিন ছিল। এদিন রাতে ওসির অফিস কক্ষে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানায় রাকিব হোসেন হত্যা মামলার এজাহারভূক্ত ১নং আসামী সজীব।
একটি থানার সবচেয়ে বড় কর্তার সাথে একই থানাধীন এলাকায় সংঘঠিত হত্যাকাণ্ডের প্রধান আসামীর ফুলেল শুভেচ্ছা বিনিময়ের বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এমন কান্ডে নিহত রাকিব হোসেনের পরিবার এখন ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত!
এ বিষয়ে বনানী থানার ওসি জানান, “গতকাল আমার জন্মদিন ছিল সে উপলক্ষ্যে অনেকেই আমাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এসেছে। হত্যা মামলার আসামীকে আমি চিনি না বলেই এভাবে জিনিসটা হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকব।”
প্রসঙ্গত, গত ২০১৮ সালের ৬ ডিসেম্বর রাতে বনানীর কল্যাণ মাঠ থেকে ব্যাডমিন্টন খেলা শেষে টিএন্ডটি কলোনির বাসায় ফেরার পথে সজীব ও তার সহযোগীদের ছুরিকাঘাতে খুন হন তানজিল হোসেন রাকিব। এ সময় আহত হন নূর ইসলাম নামে একজন। নিহত রাকিব বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি ছিলেন এবং তার বাবার নাম আলতাফ হোসেন। এ হত্যাকাণ্ডের পর ২০১৯ সালের ২৯ জানুয়ারি গাজীপুরের মাওনা এলাকা থেকে প্রধান আসামী সজীবকে বনানী থানা পুলিশ গ্রেফতার করে। মামলাটি আদালতে বিচারাধীন। সজীব বর্তমানে জামিনে রয়েছেন।