হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে : ড. ইউনূস
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফিংকালে তিনি বলেন, বিচার বিভাগ ভেঙে পড়েছে। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের অনুরোধে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
রোববার দুপুর ১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ব্রিফিং শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিগগিরই সংবাদ সম্মেলন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের নিয়ে এটাই প্রথম ব্রিফিং প্রধান উপদেষ্টার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।