হিলিতে ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
কোয়ালিটি শিক্ষা, কোয়ালিটি মানুষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ‘ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজে’ বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কুতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কুতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।