হিলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনে আগুন
দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাগদোড় প্লাজা নামে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের দুটি দোকান পুড়ে ভূস্মিভুত হয়।
শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হিলি স্থলবন্দর এলাকার চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘ আগুন লাগার পরে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মূলত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।