হিলি স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি ২ ঘণ্টা পর স্থগিত
দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
হিলি স্থলবন্দরে কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টরা সোমবার (৩০ জানুয়ারি) সকালে ৮ দফা দাবিতে দুদিনব্যাপী কর্মবিরতি শুরু করেন। তবে ২ ঘণ্টা পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন তারা। তবে এ সময় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক ছিল।
এর আগে বেশকিছু দাবিতে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কর্মবিরতির ডাক দেয়। ৩০ ও ৩১ জানুয়ারি সারা দেশের সব শুল্ক ভবন ও স্টেশনে এই দুদিন কর্মবিরতি পালন করার কথা ছিল।
তবে কর্মবিরতি চলাকালীন ২ ঘণ্টা পর আজ সোমবার দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা।
এ বিষয়ে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, কর্মবিরতি চলাকালে এই দুদিন কাস্টমসে কোনো প্রকার বিল এন্ট্রি দাখিল, শুল্কায়ন, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার জমাসহ কোনো কাজ করা হবে না। তবে ফেডারেশনের মহাসচিব মো. সুলতান হোসেন খান জানিয়েছেন, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম আগামী ৭ তারিখে বৈঠকে উপস্থিত থাকার কথা একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন। তাই আমরা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।
তবে আলোচনার পর বিতর্কিত এসব আইন বাতিল না করা হলে, এ দাবি আদায়ে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিঅ্যান্ডএফ এজেন্টসদের মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০, পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড (পণ্যের পরিচিতি নম্বর) এবং সিপিসি নির্ধারণে প্রণীত আইন বাতিলের দাবিতে তারা কর্মবিরতির ডাক দেয়।