ঢাকাSaturday , 30 September 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আনন্দ মিছিল
  9. আন্তর্জাতিক
  10. আবহাওয়া
  11. আর্থিক সহোযোগিতা
  12. আলোচনা সভা
  13. আহত
  14. ইফতার মাহফিল
  15. কৃষি বার্তা
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

” হ্যাঁ এখন শরৎ ”
সোহরাব হোসেন।
———————<
কে যেন দরজায় ঠকঠক শব্দে
কড়া নাড়ছে বারবার?
আর বলছে চাচা বাড়ী আছো -?
পশ্চিমাকাশে মেঘেরা বেশ
ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে!
আর দক্ষিণা বাতাসে নদীর পানি
কেন জানি ঢেউখেলানো করছে?

ও পথে আসার সময় দেখলাম,
তোমার গরু জোড়া বিলের পাড়ে বাঁধা।
খোকা চাচার ছোট ছোট দুটো ছেলে,
এ-মেঘের মধ্যে বিলের কোনে মাছ ধরছে ,
ঐ যে দেখ ওদের কিছুটা চোখে পড়ছে !
কোনভাবে ছেলে দুটো কে ডাকতে হবে ?
আর তোমার গরু গুলো
বাড়ি নেওয়ার ব্যবস্থা করিও,

আকাশের অবস্থা খুব ভয়ানক।
এখন বৃষ্টি মানেই কড়াৎ কড়াৎ
আওয়াজে বিদ্যুৎ ডাকাডাকি !
তুমি শুনতে পাও নি –
সেদিন ওপাড়ায় মকবুল ভাইয়ের মেয়ে
নদীর ঘাটে বিদ্যুৎ চমকানোতে
হঠাৎ মারা গেছে ;
তাই বলি কি ওদের ডেকে বাড়ী নিয়ে এসো?

আরে চাচা দেখছেন,
বিলের ওপারের কাশফুল গুলো
বাতাসের সাথে কিভাবে দৌড়াচ্ছে ?
মনে হচ্ছে যেন কেউ তুলা উড়িয়ে দিচ্ছে!
কেন তুমি জান না?
এখনই তো সময় কাশফুল উড়ার।
কি বলেন এটা কি শরৎ ঋতু?
হ্যাঁ-এখন শরৎতের সমারোহ ।

সারিয়াকান্দি উপজেলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।