০৫ দিনের টানা বৃষ্টিটির পানিতে প্লাবিত কুল্ল্যা গ্রাম ভেঙে গেছে বহু কাঁচা ঘরবাড়ি……-
ভ্রাম্যমান প্রতিনিধি: মোহাম্মদ রফিক সাতক্ষীরা।
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামে প্রায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে । ভুক্তভোগীরা জানায় যে ঘরের সামনে উঠানে হাটু পর্যন্ত পানি। যে কারণে রান্না করার খুব অসুবিধা হচ্ছে, ছোট বাচ্চারা ঘর থেকে বের হতে পারছে না স্কুল-কলেজও যেতে পারছে না জীবাণু যুক্ত এই পানি শরীরে লাগলে বিভিন্ন ধরনের চর্মরোগ ছড়াচ্ছে। স্থানীয়রা আরো জানান জলাবদ্ধতার কারণে চাঁর থেকে পাঁচটা পরিবারের বসতঘর কাঁচা থাকায় ভেঙে পড়েছে। এই অসহায় পরিবারগুলো জলবদ্ধতার হাত থেকে বাঁচার জন্য আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জনপ্রতিনিধ এবং স্থানীয় জনপ্রতিনিধিগনের সাহায্য বা দ্রুত পানির নিষ্কাশনের জন্য হস্তক্ষেপ কামনা করছে।