১নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থীর সংবাদিক সম্মেলন
এম হামিদুর রহমান লিমন, রংপুর ব্যুরো প্রধানঃ
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল হান্নান সাংবাদিক সম্মেলন ডেকে নানা অভিযোগ তুলে ধরে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেণ। গতকাল শনিবার বিকেলে নিজ বাড়ীতে লিখিত বক্তব্যে তিনি বলেন, ফলাফল কারচুপি করে আমার বিজয়কে ছিনতাই করা হয়েছে। ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসার আসল এসডি কার্ড সরিয়ে ফেলে বিজয়ী প্রার্থী রফিকুলের দেয়া এসডি কার্ড হতে প্রিন্ট করে ফলাফল গণনার বিবরনি প্রদান করেছেন। জাফরগঞ্জ স্কুল ও কলেজ(পশ্চিম অংশ)পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ২৪০জন ভোটরের কাছ থেকে ভোটার নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বর লিখে নিয়ে আর ভোট গ্রহণ করেননি। জাফরগঞ্জ স্কুল ও কলেজ ও জাফরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট কর্মকর্তা দুইজন ভোট গ্রহণ নানা রকম সমস্যা তৈরী করেছিল। পরে তিনি দুটি টাকা লেনদের সিসি ক্যামেরা ফুডেজ ভিডিও আকারে সাংবাদিকদের প্রদান করেন। এ সময় তার বিপুল সংখ্যক ভক্ত, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।