২১শে তারিখ থেকেই মুখরিত বই মেলা
মোঃ গোলাম মোরশেদ
হেমায়েতপুর তেঁতুলঝোড়ায় ঈদগাহ ময়দানে একুশে বইমেলার পঞ্চম দিন রবিবার সকালটা ছিল বয়স্কদের ও শিশুদের। ১০টার আগেই খুলে দেওয়া হয় সব ফটক। দপুর ১২টা পর্যন্ত ছিল। এ সময় প্রাণখুলে স্টলে স্টলে ছুটে বেড়িয়েছে বয়স্ক ও শিশুরা।
নতুন বই নিয়ে মেতেছিল খুদে পাঠকের দল। তবে সিসিমপুর কার্টুনের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি আর শিকুকে নিয়েও আগ্রহ মোটেই কম ছিল না।
বিকেল ৩টার পর থেকে শিশু চত্বরের বাইরেও দ্রুত ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার আগেই মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
বইয়ের পাশাপাশি মুল ফটকের সামনে বসা বিভিন্ন খেলনার দোকানেও ওকেটা ভির।
জায়গায় জায়গায় আড্ডা জমতে দেখা যায়। অনেকেই বই উল্টেপাল্টে দেখছিলেন। বেলা গড়ালে বেড়ে ওঠে বিক্রয়কর্মীদের ব্যস্ততা। সব মিলিয়ে অমর একুশে বইমেলার চিরচেনা রূপটা দেখা গেল পঞ্চম দিনেই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *