৩৫ বছর নির্ধাণের চাকরি প্রত্যাশীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধাণের দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে।
দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে। এদিন আন্দোলনকারীরা শাহবাগে অবস্থানের পর দুপুর সোয়া ১টায় তারা যমুনার সামনে পৌঁছায়। এ সময় পুলিশকে মারমুখী ভঙ্গিতে দেখা যায়। তবে বাধা সত্ত্বেও সেখানে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা।চাকরিপ্রত্যা