৪০তম বহিরাগত ক্যাডেট এসআই নিরস্ত্র পদে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমী,সারদা,রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণে যোগদান উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মোঃ সালেক উদ্দিন।
স্থানঃ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়াম সিভিক সেন্টার।
চট্টগ্রাম জেলা পুলিশ লাইন অডিটোরিয়াম সিভিক সেন্টারে ৪০তম বহিরাগত ক্যাডেট এসআই নিরস্ত্র পদে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমী,সারদা,রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণে যোগদান উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা,বিপিএম(বার),পিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত পুলিশ সুপার (অপারেশনস) জনাব নেছার উদ্দীন আহমেদ,পিপিএম-সেবা মহোদয়। অনুষ্টানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়। এ-সময় উপস্থিত প্রশিক্ষণার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(শিল্পাঞ্চল ও ডিবি) জনাব সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো: মাইন উদ্দিন খান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মনীষ দাশসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স।