ঢাকাThursday , 20 April 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আটক
  6. আত্মহত্যা
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. আলোচনা সভা
  10. আহত
  11. ইফতার মাহফিল
  12. কৃষি বার্তা
  13. খেলাধুলা
  14. গনমাধ্যাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

৮ হাজার কেজি কৃত্রিমভাবে পাকানো আম জব্দপূর্বক নষ্ট করা হয়েছে সাতক্ষীরায়

Link Copied!

৮ হাজার কেজি কৃত্রিমভাবে পাকানো আম জব্দপূর্বক নষ্ট করা হয়েছে সাতক্ষীরায়

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে আম পাকানোর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। গতকাল রোববার(১৭ এপ্রিল) সাতক্ষীরা সদরের বাকাল এলাকায় দিনগত রাতে র‌্যাবের অভিযানে ৮ টন (৮ হাজার কেজি) ওজনের রাসায়নিক দিয়ে পাকানো আম জব্দ করা হয়েছে। এদিন রাত ১১ টা থেকে ২টা পর্যন্ত টানা ৩ ঘন্টা অভিযান চালানো হয়। রাতেই আমগুলো বুলডোজার দিয়ে পিষ্ট করে ধ্বংস করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাকাল এলাকায় অবস্থান নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আমগুলো জব্দ করে বুলডোজার দিয়ে পিষে নষ্ট করেছেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল আমিন জানান, অপরিপক্ক আমগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা। এর মালিককে খুজে বের করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া সাতক্ষীরার আমের সুনাম ক্ষুন্নকারী এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ——————

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।