ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞান পার্টির খপ্পরে তরমুজ চাষি

admin
মে ২, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অজ্ঞান পার্টির খপ্পরে তরমুজ চাষি

পাইকগাছা খুলনা প্রতিনিধি,

পাইকগাছায় চলন্ত গাড়ী থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ইউসুফ সানা (৬০) নামে এক তরমুজ বিক্রেতার পকেট থেকে ১লাখ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। ইউসুফ সানা কয়রার চৌকুনী গ্রামের বাসিন্দা। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার বারান্দায় চিকিৎসাধীন আছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর ছেলে বায়োজিদ জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে আমরা দু’জনে তরমুজ বিক্রয়ের ১লাখ ১২ হাজার টাকা নিয়ে ডুমুরিয়ার ১৮ মাইলে নামি। গাড়ী পরিবর্তন করে খুলনা-পাইকগাছা গামী যাত্রিবাহি বাসে উঠে আমি পিছনের সিটে ও আব্বা সামনের সিটে বসেন। এ সময় ভদ্রবেশী অজ্ঞান পার্টির সদস্যরা আব্বার সিটের পাশে বসেন। তারা কথা বার্তার এক পর্যায়ে পরস্পরর পান-সুপারী লেনদেন করেন। এরই মধ্যে ইউসুফ সানা জ্ঞান হারালে অজ্ঞান পার্টির সদস্যরা সব টাকা নিয়ে কপিলমুনির মোড়ে এসে তারা দ্রুত নেমে পড়ে দৌড় দেয়। মুহুর্তেই টের পেয়ে গাড়ি থেকে নেমে তাদের ধরার চেষ্টা করে ব্যর্থ হই। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে আহতের চিকিৎসার খোজ খবর নিয়েছেন।
ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST