বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈদযাত্রাখুলে দেওয়ার প্রথম দিনেই পদ্মা সেতুতে উঠতে মোটরসাইকেলের দীর্ঘ সারি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ঈদযাত্রাখুলে দেওয়ার প্রথম দিনেই পদ্মা সেতুতে উঠতে মোটরসাইকেলের দীর্ঘ সারি
_____________________বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি

সবশেষ পবিত্র ঈদুল আযহার পরে বন্ধ হওয়ার পর মোটরসাইকেল চালকদের জন্য স্বপ্নের পদ্মা সেতু আবারও খুলে দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ সাড়ে ৯ মাস পর পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৫টা ৫৫মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে শুরু হয় সেতুতে মোটরসাইকেল। পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছে মোটরসাইকেল আরোহীরা। ডেডিকেটেড লেনসহ মাওয়া টোল প্লাজার ২টি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।

সরজমিন দেখা গেছে, ঈদকে কেন্দ্র করে সেতু পারাপারের মাওয়া টোল প্লাজা থেকে অভিমুখের সড়কজুড়ে রয়েছে হাজারো মোটরসাইকেলের উপস্থিতি। গভীর রাত থেকে সেতুতে পারাপারের জন্য মোটরসাইকের নিয়ে টোলপ্লাজার অভিমুখের সড়কে অবস্থান নেয় মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে তারা।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় টোলপ্লাজায় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি।