ঢাকারবিবার , ১৬ জুন ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল

কাথুলী ইউপি সদস্যর চিকিৎসা অবস্থায় ইন্তেকাল

Link Copied!

কাথুলী ইউপি সদস্যর চিকিৎসা অবস্থায় ইন্তেকাল

মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের একাধিকবারের সদস্য (মেম্বার) আনারুল ইসলাম ইন্তেকাল করেছেন।
রবিবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আনারুল ইসলাম রামকৃষ্ণপুর ধলা গ্রামের বাসিন্দা। রাজনৈতিক ভাবে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন।
পারিবারিক জীবনে তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

আনারুল ইসলামের পারিবারিক সূত্র জানায়,মঙ্গলবার দিবাগত মধ্যেরাতে আনারুল বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসা দেয়ার জন্য তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হার্ট এর সমস্যায় স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

রবিবার (১৬জুন) সকাল ১০ টার সময় রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা শেষে ধলা গােরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে একাধিকবারের নির্বাচিত জনপ্রিয় মেম্বর আনারুল ইসলামের মৃত্যুতে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST