মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কালাই উপজেলার মডেল মসজিদে ঈদুল ফিতরের সালাত অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

কালাই উপজেলার মডেল মসজিদে ঈদুল ফিতরের সালাত অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: মোঃ সামিউল হক সায়িম

জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে গত ২২ এপ্রিল, সকাল ৮ টায় ঈদুল ফিতরের সালাত অনুষ্ঠিত হয়েছে। সালাতটির ইমাম ছিলেন শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ।

উল্লেখ্য, ইমামের ধর্মীয় আলোচনার পরে এবং সালাতের আগে কালাই এর উপজেলা মডেল মসজিদের মতো ২০০টি মসজিদে একসঙ্গে সালাত আদায় হওয়ার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত মুসল্লিদেরসহ সারা বাংলাদেশে জনগণের অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে ইসলামের উপর বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান ও কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন।

সালাত শেষে ইমাম শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ দীর্ঘসময় ধরে মহান আল্লাহর কাছে দোয়া করেন, উক্ত দোয়ার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপজেলা মডেল মসজিদ নির্মাণ করায় তাঁর (হাসিনা) সার্বিক মঙ্গল কামনা করেন এবং উক্ত মুসল্লিদেরসহ বাংলাদেশ তথা সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করেন।