ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

কোটি টাকার চাল আত্মসাতকারি কর্মকর্তা আনোয়ারার মুখোশ উন্মোচন।

admin
মে ৭, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

কোটি টাকার চাল আত্মসাতকারি কর্মকর্তা আনোয়ারার মুখোশ উন্মোচন।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

দিনাজপুরের ঘোড়াঘাটের ডুগডুগি হাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আনোয়ারা বেগম প্রায় ২ কোটি টাকার চাল আত্মসাত করে লাপাত্তা হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কর্মকতার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, গত ২৫ এপ্রিল ঘোড়াঘাটের ডুগডুগি হাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আনোয়ারা বেগম কোন ছুটি না নিয়েই খাদ্য গুদাম সিলগালা করে উধাও হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী গত বুধবার (১ মে) ঘোড়াঘাট থানায় একটি জিডি করেন। বিষয়টি নিয়ে একই দিনে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবগত করা হলে তিনি জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পাশাপাশি জেলা খাদ্য নিয়ন্ত্রকের আবেদনের প্রেক্ষিতে দিনাজপুর জেলা প্রশাসক ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট গত বৃহস্পতিবার (২ মে) থেকে ২ টি খাদ্য গুদামের খামাল (চালের বস্তার স্তুপ) গণনা শুরু করে ৬ মে সোমবার সন্ধা রাত ৭টা পর্যন্ত গণনা শেষ করেন। গণনা শেষে ১০ হাজার ৬৬ বস্তা বা ৩১৯.১৪১ মেট্রিক টন চাল যাহার মুল্য ১ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ২৫৯ টাকা ৫২ পয়সা ও ৫০ কেজি ওজনের ৪হাজার ২৭৮টি খালি বস্তা যাহার মুল্য ৩ লাখ ৮৫ হাজার ২০ টাকা ঘাটতি পাওয়া যায়।

জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ডুগডুগি খাদ্য গুদামে ৩১ হাজার ৫৮৪ বস্তা বা ১ হাজার ৬৪.১৫৫ মেট্রিক টন চাল রেকর্ড থাকার কথা ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির উপস্থিতিতে গুদামের সব মালামাল গণনা শেষে চাল ও খালি বস্তার মুল্য বাবদ মোট ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা ৫২ পয়সা ঘাটতি পাওয়া গেছে।

এ ঘটনায় অফিস সংশ্লিষ্ট কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি জানান, অফিস সহকারী, দারোয়ান, লেবার সর্দার সহ আরও অনেকে জড়িত আছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ক্যাপশনঃ ঘোড়াঘাট ডুগডুগী খাদ্য গুদাম ও অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনসেটে)

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST