ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল

গড়িয়ার পাড়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

এস্টাব রিপোর্টার
জুন ১, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

গড়িয়ার পাড়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার

নগরীর ৩০ নং ওয়ার্ড গড়িয়ার পাড় এলাকায় অবৈধ ভাবে পরিবহন কাউন্টার দখল কে কেন্দ্র করে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় পরিবহন ও লোকাল কাউন্টার ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯ টায় গড়িয়ার পাড় বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম রিয়াজ হোসেন সে ওই এলাকার বাসিন্দা মৃত শামসুল হোসেনের ছেলে এবং গড়িয়ার পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রিয়াজ বলেন,গরিয়ার পাড়ে তার লোকাল ও পরিবহন একটি কাউন্টার রয়েছে। সেই কাউন্টার টি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলের পায়তারা করে আসছে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী জুয়েল ও তার সহযোগীরা। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার সকালে জুয়েল, সৈয়দ নজরুল, নজরুল,মামুন, ইমরান, পান্না, ও সাগর গাজী সহ অজ্ঞাত আরও ১০-১৫ জন তার কাউন্টার দখল করতে যায়। এসময় সে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তারা তাকে রাম দা জিআইপাইপ সহ দেশীয় অস্ত্রশস্ত্র অতর্কিত হামলা চালায়। এ সময় সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়লে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST