রবিবার , ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১লা মহর্‌রম, ১৪৪৬ হিজরি

“গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে ১ জন হাফেজ শিক্ষার্থী নিহত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুন, ২০২৪
“গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে ১ জন হাফেজ শিক্ষার্থী নিহত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গেলে  পানিতে ডুবে মাদ্রাসা হাফেজ শিক্ষার্থী মাসুম মিয়া (১২) নামে একজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ০৮টায় উপজেলার চরআলগী ইউনিয়নের বালুয়াকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ মাদ্রাসা শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
নিহত মাসুম স্থানীয় বালুয়াকান্দা হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষার্থী ছিল। চর আলগী ইউনিয়নের বালুয়াকান্দা জুম্মা উলা বাড়ির গ্রামের সাইফুল মিয়ার ছেলে মাসুম(১২)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় মাসুম মিয়া শুক্রবার সকালে মাদ্রাসা থেকে বাহির হয়ে অন্যান্য বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে খেলাধুলা করে নদে গোসল করতে যায়। নদে গোসল করার একপর্যায়ে নদের পানিতে ডুবে মারা যায় মাসুম। এ সময় অন্য সহপাঠীদের ডাক চিৎকারে আশপাশের লোক জন উপস্থিত হয়ে নদের পানিতে বহু খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নদ থেকে লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে গফরগাঁও থানার ওসি তদন্ত জানান।